Totan Das profile
Totan Das
16 4 0
Posts Followers Following
Totan Das
Quote by Totan Das - মেয়ে আসবে গো, ঘরে মেয়ে আসবে!
যে যার ইচ্ছে মতো বাঁশ খুঁটা 
কাপড়চোপড় দিয়ে সাধ্য মতো কুঁড়ে ঘর 
বানালো।
কেউ বানালো প্রাসাদ,অট্টালিকা !
সখ করে কেউ কেউ নিজেদের চিন্তা 
ভাবনার আদল দিল সেথা।
মনে কিন্তু সেই -
মেয়ে আসবে গো ,ঘরে মেয়ে আসবে!
সেই লোকটা এখনও এসে পৌঁছায় নি;
কাঠি দিয়ে পীঠে দুমাদুম্‌ দিয়ে জানান দেয়,
মেয়ে আসবে গো,ঘরে মেয়ে আসবে ।
তার নাতি কিংবা ছোট ছেলে আসবে ,
 হাতে একটি কাঁসার যন্ত্র নিয়ে।
তার কাছে পূজা মানে উৎসবের থেকেও বেশী 
উপার্জন ।
তার ঘরেও ঘরের মেয়ে আসে , 
সে থাকে না ঘরে।
আলোর দড়ির চাঁদোয়া দিয়েছে ওরা দীর্ঘ রাস্তায় ।
দূর অদূর থেকে আগমনীর গীত ভেসে আসে 
আমন্ত্রণ হয়ে।
মেয়ে আসবে গো,ঘরে মেয়ে আসবে!মেয়ে আসবে ঘরে✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - কেমন হোতো?
হতাম যদি ঐ নীল আকাশের পাখি ,
তুমি যখন থাকতে নিদ্রাকাতর সখী ,
মেঘ থেকে জল এনে ছিটিয়ে দিতাম চোখে ।
কেমন হোতো? 
তুমি কাঁচা ঘুমে ঠাঁই বসে থাকতে দুখে!
 আমি তো ঠিক তোমা থেকে উড়ে যেতাম দূরে ।
তুমি রাত্রি বর্ণা চোখে ঘুমে কাতর হয়ে  কাঁদতে ভ্যাঁ ভ্যাঁ করে ।
কেমন হোতো ?✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - 
একটা মুক্ত ডানা পাবে ওরা ; তাই পাখি হওয়ার সাধ,
শুধু মুক্ত ডানা নয় ইচ্ছে ডানা ৷
ইচ্ছে থাকে মাঠ,ঘাট,প্রান্তরের বাঁধন হারা জীবনের ;
ট্রেন ছোটাবে , ওড়াবে উড়োজাহাজ , বুকে সস্নেহে ছোঁয়াবে স্টেথো আবার উর্দি পরে প্রয়োজনে কপালে ঠেকাবে বন্দুকও।
কবিতায় যেমন থাকে মুক্ত বিহঙ্গ ৷
তারা কবিতার পাখি!
বাস্তবের এই কঠিন স্বার্থান্বেষীদের পৃথিবীতে কত পাখিরা প্রতিদিন ডানা ঝাপটায় , খাঁচায় বন্দী হয়ে যায় !
কারও কারও কাটা হয় ডানা , কারও দিতে হয় মানের সাথে প্রাণ !
সেসব পাখির কথা কিছু যায় জানা, কিছু যায় বাষ্প হয়ে উবে।
প্রতিদিন  ভদ্র সমাজকে হারিয়ে দিয়ে , কোন  প্রতিবাদকে তোয়াক্কা না করে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে ওদের নাম ওঠে খবরের কাগজে; নতুন নাম নির্যাতিতা! 
খবরের কাগজ থেকে  তাচ্ছিল্যের স্বর উঠে আসে প্রতিদিন আমাদের দিকে , 
" তোমরা হেরেছ সভ্য সমাজ, 
আমরাই অপরাজিতা" ।অপরাজিতা ✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - 
আজব এক যন্ত্র আবিষ্কার হয়েছিল ছাতা ,
গীষ্ম আর বর্ষাতে বাঁচিয়েছে মাথা৷
ছাতা আবার লাঠিহয় গুরুমশাই পেলে,
এর মহিমা বোঝা যায় পিঠে দুমাদুম্‌ দিলে ৷
ছাতাতে মুখ ঢাকে রাস্তা দিয়ে যখন যাই৷
পাওনাদারের হুমকিরে বড় ভয় পাই !
বয়সকালে ঠেকো দেয় ছাতা বড় গুণী ৷
ছাতা সারাই জীবিকা  আছে কত জনই!
রেনকোট্ আছে বটে,ভূত ভূত চেহারা ,
টাক ফাটা রৌদ্রে ছাতাই সাহারা ৷
ক্লিক ছাতা ভারী মজা , কত তার ভঙ্গী !
শিং দেওয়া ছাতাটি বাচ্চাটির স্কুলের সঙ্গী ৷
ছাতা কী অদ্ভুত, দর্শায় পুরুষ না নারী ,
কালো হলে পুরুষ সে, নারী রকমারি ৷ছাতা✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - . - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - তুতুল গেছে বিয়েতে;বন্ধুর বিয়ে।লগ্ন ভোর তিনটে নাগাদ। খাওয়া দাওয়া সেরে সবাই বিয়ের স্থান ছাদে গিয়ে বসেছে। তুতুলের অন্য বন্ধু সুমো, রামুরা বর বন্ধুর শ্যালক শ্যালিকাদের সাথে গুলতানি দিতে ব্যস্ত। তুতুলও ওদের সাথে ছিল, হঠাৎ কী একটা ভেবে বেরিয়ে গেল,ফাঁকা রাস্তা কেউ কোথাও নেই।রাস্তা ধরে তুতুল আনমনে হাঁটছে।কিছুটা গিয়েই দেখল শ্মশান; চিতা জ্বলছে। সেই চিতার আগুনে একটা বটগাছের পেছন থেকে তুতুল যা দেখল তাতে সে স্তম্ভিত! হাত পা শক্ত কাঠ;অদূরে এক ব্রহ্মদৈত্যের পৌরহিত্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রেতেদের গণবিবাহ!একদিকে সারিবদ্ধ ভাবে বসে আছে পেত্নী ও শাঁকচুন্নিরা নববধূ সাজে। আর তাদের সামনে লাইন দিয়ে বসে আছে ভূতেরা, তুতুল শুনতে পাচ্ছে কিছু একটা গোলমাল বেঁধেছে।ভাল করে শুনে বুঝতে পারল একটি পাত্র অর্থাৎ ভূত কম পরেছে।একটি পেত্নীকে নাঁকি সুরে বলতে শোনা গেল,"বিয়ে আমি আজকে করবই,না হলে যে আমি লগ্নভ্রষ্ট হব;আমার সর্বনাশ হবে!তোমরা শ্মশান কবর যেখান থেকে পার একটা বর এনে দাও;আমার মানুষ বর হলেও চলবে"।একথা শোনা মাত্র তুতুলের সারা শরীর দিয়ে তরঙ্গ বয়ে গেল।তুতুলের আচ্ছন্নতা কাটল।দু চার পা পেছনে এসেই চোঁ দৌড় ,এক দৌড়ে বিয়ে বাড়ি,তুতুল কাউকে কিছু বলল না;ছাদে বন্ধুর পেছনে একটা চেয়ার নিয়ে চুপচাপ বসে পরল।প্রেতের বিয়ে✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - চোখের বদলে চোখ চুরি না হওয়ার নিদান আছে।
তবু তো পরস্পরের চোখ চুরি হয়,কোন নিভৃতে নির্জনে!
সেই চোখের তারায় তারায় তাজমহলের প্রতিকৃতি ,
তাজের শুভ্রতা চিরন্তন ; 
বিস্ময়ের বস্তুর প্রতিযোগিতায় অক্ষয় হয়ে রয়ে যায় অনন্তকাল ।
হাতে হাতে একলা রক্তিম গোলাপ সাক্ষী থেকে মুচকি হাসে।

টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - বাদায় কালে পশ্চিম আকাশে দেখি
 সূর্যটার মুখ লাল৷
বলল বন্ধু,ভালো থেকো আসব 
আবার কাল ৷
প্রতিশ্রুতি কিছু দিয়ে যাই আজ 
যেতে যেতে,
উদ্যম নামে কাল আবার পাবে তুমি
আমায় বারান্দায় চা খেতে খেতে ৷
যে তীব্র রোদটা পিঠে বয়ে চাষি মাঠে মজুর দেয়!
জেনে রেখো সহিষ্ণুতা তারেই সবাই কয়৷
নির্ভীকতা নাম তার; মাঝ-দুপুরে যে প্রখর রদ্দুর,
সইতে পারলে পৌছে যাবে যাবার ইচ্ছে যদ্দুর৷
শীতের সকালে গৃহহীন যে শিশু রোদ পোহায় 
রাস্তা ধারে,
সহযোগিতা নাম! মনে রেখো তারে ৷
বিকেলের যে বিনম্র রোদটা মেখে বিমর্ষ মুখে 
কোন ছেলেমেয়ে একাকী বসে নদী পাড়ে,
অনুশোচনা কয় এরে জলে যখন নুড়ি 
মারে ছুঁড়ে ছুঁড়ে ৷
এক্কেবারে শেষ বেলায় দেখতে পাবে 
হালকা আভার রোদ,
আশা নামের সেই রোদটা জাগিয়ে যাবে 
বেঁচে থাকার বোধ৷
রোদ্দুর ✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - এক ঠ্যাঙে ভূত গুলো
 সারি সারি  দাড়িয়ে ,
ছয়-আট হাত দিয়ে 
সব নেবে জরিয়ে! 
নড়ে মাথা তার গোল গোল ,
বৈশাখী এসে তারে দিল 
বেদম দোল৷
সন-সন হুংকার করেনা 
মাথা নত !
হাত কিছু খুলে যায়,
হয়না কোন ক্ষত৷
বড় বড় ফল তার 
মারে ছুড়ে রাস্তায়,
নীচে মোরা ভীরু ভীরু
ভরেছি তা বস্তায়৷
খানিক পরে আকাশে 
গুরুগুরু মন্ত্র কিছু বাজল,
স্বর্গের জলের ছিটে এসে তারে
পুনঃ নারকেল গাছ সাজাল ৷
 এক ঠ্যাঙে টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - সিঁড়ি বেয়ে উপরের ঘরে পৌঁছেই যেই খুলেছি দরজা ,
রজনীগন্ধার ঘ্রাণ চেতনার স্নায়ু আলগা করেছে খানিক!
আলো জ্বালতেই চোখে পড়ল সকাল বেলাকার ঠাকুরের গলায় দেওয়া মালা৷
অনতিদূরে ঠাকুর জয়ন্তীর এক চমকপ্রদ অনুষ্ঠানে এক খুকীর গলা থেকে ভেসে আসছে তখন;
 " ফাগুন হাওয়ায় হাওয়ায়" 
আজ তো প্রচন্ড দাবদাহের দোসর হয়ে দুর্দান্ত ঝড় আসার কথা ছিল !
তার বদলে কয়েকটি ঘন্টা জুরে সব নাগপাশ ছিন্ন করে মনে-মনে ঠাকুর এল , আর ঠাকুর এলে অকাল বসন্তও তো আসে ৷ ঠাকুর প্রণাম ✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Totan Das
Quote by Totan Das - 
বিকেল তখন পা বারিয়েছে সন্ধ্যের গায়ে গায়ে ,
আকাশ ঘিরে মেঘ জুটেছে,নোঙ্গর পরেছে নায়ে৷
আকাশ কুসুম ভাবতে ভাবতে গগন প্রান্তরে যেই পরেছে চোখ,
 দেখি শব্দবাজি আলোকবাজির সে কী ভীষন রোক !
এই বুঝি ভাঙল আকাশ , ঝলসে দিল সবার আঁখি!
বেকুব হয়ে এদিক ওদিক ছুটতে ছিল গোটাকতক পাখি৷
এমন সময় দৈত্য এল কালবৈশাখী ,সব কিছুরে গিলে খাওয়ার পন!
গাছ-গাছালি,পাখ-পাখালি,ঘর-বাড়ি খাবে সবই দৌড়ে এসে ছুঁতে  যতক্ষন। 
আরও অনেক গাছের মাঝে সেথায় ছিল একটি নারকেল গাছ,
তারই কোটরে এক টিয়া ছিল ,ছানা গুলা  ছাড়ছিল না কিছুতেই তার পাছ৷ 
বুক দুরুদুরু টিয়াপাখি ঝরের মাঝে ভেবে না পায় কুল,
কেমন করে বাঁচাবে প্রাণ? ছানা গুলোরে কাছে রাখাই ছিল ভুল৷ 
নারকেল গাছ দুলছে ভীষণ , এই বুঝি তার মুন্ডু ভাঙা যায়!
হঠাত এক দমকা হাওয়ার ফোকর বরাবর গাছটির ঘাড় মটকে যায়৷
হায় রে ! দুই খন্ডের মাঝে পরে টিয়া পরিবার বেঘোরে তার প্রাণটা হারায়৷
মৃত্যু এমন অকস্মাত্‌ টিয়া যদি আসলে জানত, ইষ্ট নাম ডাকার কথা সে নিশ্চিত মনে রাখত ৷মৃত্যু ✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - সূর্য মামা ,সূর্য মামা 
তুমি কখনও পরনা কেন জামা?
যেন তোমার সব রশ্মিটুকুই দিয়ে দাও মোদের !
পোষাক দিয়ে আড়াল করে রাখতে কিছু নিজের;
গাছ মোটে লাগাইনি,তাই বুঝি গেলে এমন চটে?
জ্বালিয়ে পুড়িয়ে খাক করে বছর বছর শিক্ষা দিচ্ছ বটে!
সারা দিন আলো দিয়ে নিজেই নিভে যাও,
সকাল হতেই তেজ এত কোথা হতে পাও?
তোমার আলোকে খাবার করে আমরা আছি বেঁচে ,
সত্যি জামা জরিয়ে  নিলে আমরাই হয়ে যেতাম মিছে ৷
তোমার তেজে ওষ্ঠাগত প্রাণ, ঢলে পরছে সতেজ গাছের পাতা ৷
এই পৃথিবীর যত গাছ, সব সখা তোমার, রক্ত চক্ষু দেখছে সবাই গাছ-গাছালি কেটে অযথা ৷


সূর্য মামার ছড়া
✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - আকাশে দোলের চাঁদ, বিকেল থেকেই কিছুটা মন্দ বাতাস বইছে ৷একটানা ডাহুক ডেকে চলেছে সামনের একটি বাঁশঝাড় থেকে ৷তাদের সাথে সমান তালে গলা মিলিয়ে ডেকে চলেছে কয়েকটা শেঁয়াল ৷থেকে থেকে নৌকোটা দুলে উঠছে ডাইনে- বামে ৷নৌকায় আমরা পাঁচ জন শান্তি , প্রবীর , রিমো , আমি আর তুতুল৷ তুতুলের কাছে তো মাথা-মুন্ডু হীন ভূতুড়ে ঘটনার অফুরন্ত স্টক্৷মুখে কেউ কিছু না বললেও আমরা সবাই মনে মনে ভাবছিলাম কখন সে শুরু করে!কিছুক্ষন চুপ থাকার পর তুতুল বলে উঠল ," শোন, আজকে তোদের একটা ঘটনা বলি ,আমার সাথেই ঘটে যাওয়া ,খুব বেশী দিনের ঘটনা নয় ;তোদের বলা হয়নি ৷সেদিন ছিল শনিবারের বার বেলা ,কী মনে হল ভাইয়ের ঘুড়ি আর নাটাই টা নিয়ে চলে গেলাম বাড়ির পাশের মাঠটায়৷ মাঠের লাগোয়া কবরখানা ; ওড়াতে ওড়াতে কখন যেন চলে গেছি সেখানে ; অস্পষ্ট একটা ডাক শুনতে পেলাম;

'আয় বন্ধু আয়, আয়৷আমি আবার তোদের সাথে খেলতে যাব,ঘুরতে যাব' 

আমি মন্ত্র মুগ্ধের মতো পিছিয়ে চলেছি সেই ডাকের দিকে ,হঠাত আমার পা টা ঢুকে গেল একটা কবরের গর্তে ৷ পায়ে একটা খুব পরিচিত হাতের স্পর্শ পেলাম ;এ তো আমাদের ছোটবেলার বন্ধু আলি !কিন্তু সেতো বহুদিন আগে এমনই এক শনিবারের বারবেলায় ঘুড়ি নিয়ে এসে রাস্তায় একটি ট্রাকে ধাক্কা খেয়ে মারা গেছে!কিছুক্ষন পর চেতনা সজাগ হল !সেখান থেকে উঠে দৌড়ে ফিরে এলাম বাড়িতে কাউকে কিছু বললাম না," 

তুতুল থামল; আমরাও আর কোন কথা বললাম না সেদিন গল্পের সত্য মিথ্যা নিয়ে ৷আলির মৃত্যুর ঘটনা আমরা সবাই জানতাম,ও আমাদেরও বন্ধু ছিল৷
সবাই বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলাম ৷কবরের ডাক✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - চাঁদের মাঝে মধু আছে,
মত্ত হওয়ার কল!
তারই লোভে মৌ-পিয়াসি
বেঁধেছে দঙ্গল৷
একের পরে এক যাবে সেথা, 
দলের পরে দল;
সেথায় গিয়ে বাঁধবে বাসা, 
তারা দৃঢ় নিশ্চল৷
চাঁদে আছে কলঙ্ক কিছু,
কালো মলিন দাগ!
দাগ ছোপ যত মুছে দিয়ে 
করতে হবে অবাক৷
 মুছতে চাঁদের কলঙ্কটা 
গেলে হবে না বেবাক ভুলে৷
 চাঁদের বুড়ি আশায় থাকে,
 কালীমা একদিন নিশ্চিত
 যাবে চলে৷

মৌ-পিয়াসি✍️টোটন দাস - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - Double tap to change text. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Totan Das
Quote by Totan Das - 
একে অপরের রক্ত যদি দিতে নিতে হয়, 
মারামারি - খুনোখুনি সঠিক পথ নয় ৷
নিজে কর রক্ত দান ,অন্যরে জোগাও প্রেরনা,
হয়ে ওঠো প্রাণ দাতা ,ইহাই স্বর্গের ঠিকানা৷
মুমূর্ষুরে রক্ত দাও ,রক্ত পাক রক্তাল্প শিশু৷
রক্তদাতা ঈশ্বর সম , রক্ত নিয়ে খেলে বনের পশু৷
                       ✍️টোটন দাস


 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments