R B Ringko profile
R B Ringko
20 8 156
Posts Followers Following
যা আমার তা কখনো হারাবে না ,আর যা আমার জন্যে নয় তা হঠাৎ করেই হারিয়ে যাবে!
R B Ringko
Quote by R B Ringko - তুমি আমার জীবনের সেই একমাত্র সুর,
যার মায়ায় আমি হারাই প্রতিটি মুহূর্তে।

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - 
তারা কত ভাগ্যবান, 
যারা তরে রোজ দেখে!

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - বাবা!
তোমায় বড্ড মনে পরে,
পরের জন্মে তুমি আমার বাবা হয়েই এসো। - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - পালিয়ে বাঁচা নাম জীবন নয়,
জীবনের আরেকটা নাম হচ্ছে চেষ্টা,
সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়।

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - মাত্র ছোট্ট একটা জীবন, 
তা নিয়েই এত ভাবনা। 
মিটে যদি নাহি আশা, 
দুঃখ পাবো অবশেষে। 
তার চেয়ে বরং থাকি চাঁদের মতো,
অল্প নিয়ে দিব্বি হেসে।


✍️রিংকু বর্মন  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 2 comments
R B Ringko
Quote by R B Ringko - Everyone will leave one day,
 leaving behind some memories. 
 In self-expression lies
 all the attainments of survival.
-Ringko - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - আজ কেউ নেই পাশে, একাই হাটছি। আর ভাবছি,ঈশ্বরের কি অদ্ভুত সৃষ্টি, মানুষ একা আসে একাই যায়। - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - উড়ে যাওয়া সিগারেটের ধোঁয়ার  মতো যদি কারো প্রতি কারো মায়া না জন্মাতো, তাহলে মানুষগুলো প্রতিনিয়তই সুখে থাকতো।
মূল্য'ত মায়া'ই অসুখে কারণ!

✍️✍️ রিংকু বর্মন  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - 

কারো কাছে মূল্যহীন আমি,
কারো কাছে সর্ব দামী।
কারো গল্পে শত অভিযোগ আমি,
কারো গল্পে শেষ সমাধান। 

আমি'ই দামী আমি'ই মূল্যহীন 
~~রিংকু বর্মন 

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
R B Ringko
Quote by R B Ringko - আমাদের ইস্কুল 
~রিংকু বর্মন 

ইস্কুল আমাদের সকাল সন্ধ্যা, 
গুছানো থাকে রোজ।
স্যারদের আমরা পাই না দেখা,
অনেক দিন ধরে'ই নিখোঁজ। 

শুনেছি সেদিন মাসি মনি,
বলছে স্যারদের কথা।
ইংরেজি স্যার বুঝি গঞ্জে ঘুরে,
অংক স্যারের পেটে ব্যাথা।

বাংলা ম্যাডাম বুঝি পরিবার সামলায়,
নিজের বাচ্চা নিয়েই বিজি।
সমাজ স্যার বুঝি জমি নিয়ে,
শহরে শহরে করছে ঘুরাঘুরি। 

বিজ্ঞান স্যার বুঝি গরু-ছাগল নিয়ে,
ছোটছে মাঠে মাঠে।
শুনছি সামনে বছর বিক্রি করে, 
কিনবে নতুন একটা বাড়ি।

পাড়ার ঐ রিংকু দাদা,
 দুই-এক কলম ফেল।
গ্রামের সবাই রাখছে ধরে,
একাই পড়াই সকল বই।

স্যারদের আমরা পাই না দেখা,
তবুও ইস্কুলে যেতে হয় রোজ।
ইস্কুলে যাই ঘুরে বেড়াই,
যে যাই বলুক আমরা সবাই,
এই ইস্কুলেই পড়ি।
 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments

Explore more quotes

R B Ringko
Quote by R B Ringko - 

স্মৃতি  কেবল লীলা-খেলায়,
ক্যালেন্ডারের পাতায় তারিখ বদলায়।
মধ্য রাতের নিরবতায়,
পোড়ছি দু'জন এক'ই ব্যাথা'য়।
       
                    কবিতা:বর্ণহীন অসুখ
                            কলমে: রিংকু বর্মন 
 
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - স্মৃতি  কেবল লীলা-খেলায়,
ক্যালেন্ডারের পাতায় তারিখ বদলায়।
মধ্য রাতের নিরবতায়,
পোড়ছি দু'জন এক'ই ব্যাথা'য়।

                              কবিতাঃ বর্ণহীন অসুখ
                             কলমে: রিংকু বর্মন 

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 2 comments
R B Ringko
Quote by R B Ringko - স্মৃতি  কেবল লীলা-খেলায়,
ক্যালেন্ডারের পাতায় তারিখ বদলায়।
মধ্য রাতের নিরবতায়,
পোড়ছি দু'জন এক'ই ব্যাথা'য়।

                              কবিতাঃ বর্ণহীন অসুখ
                             কলমে: রিংকু বর্মন 

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - তুমি ফিরলেই হবে আমার  উৎসব 
 কলমেঃ রিংকু বর্মন 

তুমি ফিরলেই হবে আমার উৎসব, 
আমি এর বেশি চাইনি।
আমার হৃদয়ের ক্ষতকে চাপিয়ে চলি,
হাসি খুশি পরিত্রাণ করি সকল কিছু।
মানুষ ভাবে আমি নিত্যনতুন সুখে-
লিখি ছন্দ, কালপিঠ তম নেই আমার কোথাও।
আমি যেন ভালোবাসার জড়া ফুলের পাপড়ি,
ছন্দে ছন্দে মেতে উঠে করি কবিতা দিয়ে গান।
আমার বেসুরা কণ্ঠ জানে,
কত চাপা কষ্ট রাখি লুকিয়ে তালহীন সুরে।
তুমি ফিরলেই হবে আমার উৎসব, 
আমি এর বেশি চাই না আর কিছুই।
রাত্রী আসে যখন নেমে দূর আঁধারে, 
সিগারেটের সুক টানে মেতে উঠি -
নিজেকে পোড়ানোর যুদ্ধে।
শক্ত বুকে ধোঁয়ায় নিত্য করে খেলা, 
তখন মনে অজান্তেই বলে ফেলি, ফিরে আসো-
তুমি ফিরলেই হবে আমার উৎসব। 
তোমার সাথে যোদ্ধে যাওয়ার নিম্ন তালে,
মিলিয়ে করেছি গান,হারিয়ে নিজেকে।
পরিত্রাণের সমাধানে নিজেকে রাখতাম -
নিস্তব্ধ,হতো না এতো কিছু মনের অমিলন।
এখন সময় হয়েছে তোমার ফিরে আসার-
তুমি ফিরলেই হবে আমার উৎসব। 
মুটো ফোনে যখন বেজে উঠে রিংটোন,  
বুকের ভিতর শুরু হয় তুফান, এই বুঝি -
আসলে ফিরে, বাস্তব অমিলনে কল্পনার রাজ্য।
আমার আমিকে খুঁজে ফিরি তোমার তরেই,
তুমি ফিরলেই হবে আমার উৎসব। 
তুমি ফিরলেই ফিরে পাবো  আমার হাসি,
তুমি ফিরলেই হবে আমার বারোমাস উৎসব। 



রিংকু বর্মন  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - বিজয়ের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়,
পরাজিতকে বিজয়ক্ষণে দেখলে।
~~রিংকু বর্মন 
 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 2 comments
R B Ringko
Quote by R B Ringko - মানুষ যত আপন হয়, 
আঘাতের ক্ষত তত তীক্ষ্ণ হয়।


~~রিংকু বর্মন 

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - আমরা নিজেরাও জানি আমরা আসলে মন থেকে 'ভালো আছি' বলার মতো ভালো নেই! ফ্যামিলি, পড়ালেখা, ক্যারিয়ার,  প্রেম, বন্ধুত্ব, ঠকে যাওয়া সহ নানাবিধ কারণে আমাদের 'ভালো আছি' টা হারিয়ে গেছে! 

কেনো ভালো নেই? কি হয়েছে?' প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে আমরা বলে দেই 'ভালো আছি!'
স্বীকার না করলেও আমরা জানি 'আমরা ভালো নেই! আমাদের 'ভালো আছি' বলতে ভাল্লাগে, এই আরকি!
~~ রিংকু - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 1 comments
R B Ringko
Quote by R B Ringko - আমার আমি  মৃত্যুহীন এক অনবদ্য চলা ভ্রমণ যাত্রী।!
~রিংকু  - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 4 comments
R B Ringko
Quote by R B Ringko - চলে যাওয়া সময়ের পেলে যাওয়া মুহূর্ত, কতটুকুই বা ধরা যায়,কিছুটা থাকে স্মৃতির পাতায় আর কিছুটা সময়েই দহন। 
~~রিংকু - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
R B Ringko
Quote by R B Ringko - সময় ফুরিয়ে যাবার পূর্বে, সম্পর্কগুলো স্থায়িত্ব হোক ! 
যে যাকে ভালোবাসে, নিঃশ্বাস শেষ হবার পূর্বে  মিলন হোক ।
~ রিংকু - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments

Explore more quotes