Arjun Saha profile
Arjun Saha
490 93 1
Posts Followers Following
Song, poetry, story,
Arjun Saha
Quote by Arjun Saha - অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - বিচার চাই বিচার চাই
বিচার কেনো থমকে যায়???

একটা আওয়াজ বারবার
 'justice for R.G Kar'

যতই আসুক ঝড় তুফান
লড়ে নেবো না হয় নিজের দিয়ে প্রাণ
আর করিনা ভয়, ভয় দিয়েই করবো আমরা জয়
আর কত সইবো আমরা? হারাবে কত প্রাণ!
আমরা এবার বিচার চাই, পাইনা আর ভয়।

হাম্বা হাম্বা রাম্বা রাম্বা চক্র চলে তোলে
জেনে ফেলায় তিলোত্তমার প্রাণ নিলো কেড়ে।
একটা মিথ্যে ঢাকতে হাজার মিথ্যে আসে
জড়িয়ে যায় মিথ্যে দিয়ে মিথ্যে বলার ফাঁদে
বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে ক্ষমতার কাছে
বাকস্বাধীনতা ছিনিয়ে নেবো উপায় জানা আছে।

লেলিয়ে দাও গোলাম তোমার, লড়ে নেবো আমরা
জনগণ নেমেছে পথে, উপায় নেই পদত্যাগ ছাড়া।

হাপিস করে প্রমাণ - জবাব চায় যারা
তাদের ঘরেও হচ্ছে মেয়ে বড়!
সে কথা কি যাচ্ছে ভুলে তারা!? - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - রাজ্য টা তিলে তিলে হচ্ছে শেষ
আমার কী! পাঁচশো হাজার পাচ্ছি বেশ।

চলুক চলুক, ধর্ষণ হলে দড় হাকাহাকি
দশ বিশ চায় কত বল?, আছে টাকা কারি কারি।
প্রশ্ন আমি করতে দেবো না 
রাখবো তোদের অশিক্ষায় বেঁধে,
শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেবো
চোল, আমার লাইন এ দারাবি ঝান্ডা হাতে ধরে।

পুজো এলে টাকা দেবো বছর বছর বাড়বে
চাকরি তোরা চাসনা আর টাকা নেই কোষাগারে।
খুন কিংবা হয়েছে ধর্ষণ! কত চায় বল?
ধামাচাপা দিয়ে দেবো চাপ নেই, চোল..

প্রতিবাদে নামবে যারা পথে
গোলাম দিয়ে তুলে নেবো।
হামলা করিয়ে বিরোধীদের চক্রান্ত বলে দেবো।

ভুল ভাল কথা বলে লক্ষ ভ্রষ্ট করে দেবো।
চটি চাটো তুমি, টাকায় ভরিয়ে দেবো।

দুষ্কৃতীদের পাঠিয়ে দেবো বাড়ি
প্রতিবাদে সামিল হলে গলায় দেবো বারি।
আমার শাসন চলবে এরকমই... - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - , - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - ....মুছে যায় প্রেম,
মুছে যায় মানুষ....
....স্পষ্ট হয়ে থেকে যায় স্মৃতি।

মুছে যায় মানুষ
মুছে যায় ভালোবাসা
আমার গল্পে তুমি এখন ইতি।

—অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - চাঁদ ঢেকে যাচ্ছে মেঘে মেঘে।
তুমি কই! আমি ক্লান্ত ডেকে ডেকে।
দিবস কেটে যায় রজনীর অপেক্ষায়,
রজনী কেটে যায় তোমায় ভেবে ভেবে।

মনে পরে তোমার কথা বলা 'হেসে হেসে'।
মনে পরে তোমায় "সেই রাস্তায়" যেতে যেতে....।
'আমাকে' তোমার মনে পরে হয়তো! থেকে থেকে।
তুমি 'আমাকে' ভালোবাসবে হয়তো! কালে কালে।
(আমি তখন চাইবো না থেকে যেতে,
ভুলে যাবো ভালো না বাসতে বাসতে।)

আমি পাইনি তোমায় পেতে পেতে...
তুমি চাওনি থেকে যেতে।
তুমি মানা করেছিলে বারে বারে।
তবু হয়েছি কাঙাল ভালো'বাসতে—বাসতে।

অভ্যেস হয়ে গেছে না দেখতে দেখতে।
অভ্যেস হয়ে গেছে কথা না বলতে বলতে।
"ভালো থাকা" —অভ্যেস হয়ে গেছে ভালো থাকতে থাকতে।

—অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - —অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - দুঃখ তোমায় কি বলে শোনো
কেনো আমায় ছেড়ে চলে যেতে চাও?
ভালোবাসা যায় না বুঝি আমায়!
তোমরা ছুটে যাও সুখের সন্ধানে
দুঃখ-ই হলো চিরসত্য,
যেমন মৃত্যু ,,তবু চাই না তো কেউ মানতে!

—অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - —অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Arjun Saha
Quote by Arjun Saha - তোমাকেও যেমন পাওয়া যায় না।
কবিতাতেও ঠিক "ভালোবাসা" লেখা যায় না।

—অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - পুরোটা ক্যাপশনে

—অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 2 comments
Arjun Saha
Quote by Arjun Saha - —অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - —Arjun saha - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - 

—অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - —অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - সবাই জানে গল্প তার 
তবে কেউ জানে না তাকে।
গোপনে রাখি তোমায় আমি
লুকিয়ে সবার থেকে।


—অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - বাস্তবে কিছুই হয়না

আমি কি পেয়েও হারিয়ে ফেললাম!???????
নাকি আবার ভুল করলাম নিজেকে ভালো রাখার খিদেয়!????
আমি তো ভাবলাম এবার কিছুই হবে না এই দুদিনে..
ভবিষতে ভেঙে না যাই তাই শুরুতেই থেমে গেলাম
অথচ আমি আবার ভেঙে গেলাম।
সেই দু বছর আগের মতই।
এর থেকে তো আবার প্রমাণ হয়ে গেলো যে,
দু বছর আগে যেমন ভালোবেসেছিলাম ঠিক
তেমনই তোমাকে আগের মতোই এখনো
ভালোবাসি। ভীষণ ভালোবাসি 'মিষ্টি' মেয়ে।❤️

Note: সত্য ঘটনা অবলম্বনে

—অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - কিছু ঘটনা সত্যি ঘটে থাকে!
                               —অর্জুন সাহা

আমি চাইনা আমি আবার নতুন করে, নতুন ভাবে ভেঙে যাই।
নিজেকে অনেক কষ্টে সামলেছি। এখনো সফর করছি...।
এরপর আবার ভেঙে গেলে মৃত্যুর কোলে ঢলে  পরতে বাধ্য আমি।
থাক.., কিছু জিনিস দূর আর অপূর্ণতা'তেই মানায় বাস্তবে নয়। 

'ভালোবাসি, ঠিক আছে...
আমি আর ফিরতে রাজি নয়
ভেঙে যাওয়া পথে।
তবু মন মানে কই ছুটে যায় তোমার ঠিকানায়।

যে পথ থেকে ফিরে এসেছি দুঃখ কষ্ট নিয়ে
সে পথে দ্বিতীয় বার না যাওয়ায় ভালো।
এতে কষ্ট হলে হোক। একবার তো কষ্ট পেয়েও বছর পর বছর পেরিয়ে গেলো।
সেরকমই আজ নয় তো কাল নয় তো কিছু মাস খুব বেশি হলে বছর তারপর তো অবশ হয়েই যাবে।

আমি এমনিতেই দুঃখ কষ্ট নিয়ে বসবাস করি। 
আমি আর চাইনা কোনো আঘাত উড়ে এসে জুড়ে বসুক। 

আমার কষ্ট কেউ দেখেনি কেউ বোঝেনি।
তিলে তিলে হয়ে গেছি ক্ষয়।
মা কে হারিয়েছি, তোমাকে পাইনি।
ভালোবাসার প্রতি জন্মে গেছে ভয়।

এখন তো বেঁচে থাকতেও ভালো লাগে না।
কোনো কিছুতেই মন লাগে না। 
কি করছি কি হচ্ছে কি চলছে নিজেই জানিনা
শুধু ছুটে চলেছি বেপরোয়া। একদিন বেপরোয়া মৃত্যু হয়ে যাবে। - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 2 comments
Arjun Saha
Quote by Arjun Saha - [ পুরোটা ক্যাপশনে ] - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Arjun Saha
Quote by Arjun Saha - —অর্জুন সাহা  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - —অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - —অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - তোমরা সবাই আকাশ দেখো,
আকাশের গভীরতা দেখো না।

—অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - ভালোবাসি আমি, তুমি তা বোঝনা
হারিয়ে গেলেও তুমি আর খুঁজো না।
খুঁজতে এলেও পাবে না...
আমি যে আর প্রকাশ করি না।

দু বছরে সামলে নিয়েছি যা
তুমি আর জাগিয়ে তুলনা
ঘুম ভেঙে গেলে 
আমাকে আর সামলাতে পারবে না।

আমি বড্ড এক রোখা
তুমি তা জানো না।
তোমাকে ছাড়া 
অন্য কাউকে আর চাইবো না।

তবু তোমাকেও আর চাইবো না।
অপেক্ষাতেও থাকবো না।
কবিতায় লিখবো তোমায়
চলতি পথে ফিরেও দেখব না।

ভুল করেও তুমি ভেবো না।
এত কিছু বলছি, সব সত্য না।
তোমাকে না দেখে, না পেয়ে, কথা না হয়ে
জমেছে অভিমান।
"তোমাকে ভালোবাসি না, এইটা সত্য না"। - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - —অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - তোমাতে থাকি, নীরবে ভালোবাসি।
নীরবেই দুঃখ সয়, কবিতায় লিখি।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - আমি দুঃখ দিয়ে মানুষ;
আমি দুঃখ ছাড়া খুঁজি না কিছু।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 2 comments
Arjun Saha
Quote by Arjun Saha -  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - তোমাকেই ভালো লেগেছে, কি করে বোঝাই!
হৃদয় মাঝে, এমন কোনো কবিতা নাই।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments

Explore more quotes

Arjun Saha
Quote by Arjun Saha - আজ আমি নিঃস্ব কবি
বুকে জমে যায় যন্ত্রণা পাহাড়
একটা মানুষ কষ্ট পেলে
তোর কি বা আসে যায়?

যদি হাহাকার এসে ভিড় জমায়
তাহলে কি হবে সে রাতে?
যদি ঘুম না আসে চোখে
ঝড় ওঠে বুকে
তাহলে কি হবে সে রাতে?

একটা মানুষ কষ্ট পেলে
তোর কি বা আসে যায়?
মন তো ঠিকই পড়ে
হাহাকার কাকে বোঝাই

ধীরে ধীরে উবে যাবে 
সমস্ত কিছুর মায়া
একদিন দেখা হবে
শ্মশান ঘাটের গঙ্গায়

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - আমার শরীরে পড়া গন্ধ,
নিয়তিতে লেখা আছে মৃত্যু!
তুমি আমাকে বেঁচে থাকতে বাধ্য করো,
তোমার হাতে বুঝি লেখা আমার মৃত্যু!

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - এখন আমি জ্যান্ত লাশ, তবু ঠোঁটের কোণে একটু হাসি রাখি।
তুই আমার সর্বনাশ - তবু তোকেই ভালোবাসি।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - আমরা সব ছেড়ে যাবো বলেই-
"এত আয়োজন করি"।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - আমরা সব ছেড়ে যাবো বলেই-
"এত আয়োজন করি"।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - Kaash Aisa Pehle Hua Hota
Main Kisi Aur Ke Pyaar Mein Gida Nahi Hota
Tum Aur Main Saath Yehi Rehte,
Aj Kisi Ke Ankhein Gila Nahi Hota

Pyaar Toh Tha Tumse
Humein , Pyaar Toh Tha Tumse
Magar Aj Barbad Hua Hoon
Kaise Tumhe Kabul Karoon?
Main Kisi Ke Pyaar Mein Jo Hoon!

Ek Purani Yaadein Hain
Tujhse Ek Tarfa Mohabbat Jo Kiye The
Aj Iss Ka Koi Asar Nahi Raha
Par, Aj Sham Ko Jo Tumhe Dekha
Dil Dhadakta Hi Reh Gaya
Bas Dil Dhadakta Hi Reh Gaya.


-©Arjun Saha - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - দুঃখ  ভালোবেসেছে
(পুরোটা ক্যাপশনে)

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - তুমি আমায় কবিতায় পড়েছো
ভালো আর কোথায় বেসেছো!
আমায় শুধু দুঃখ ভালোবেসেছে
আমায় দুঃখ ছাড়া সবাই ছেড়ে গেছে।

(পুরোটা ক্যাপশনে)

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 2 comments
Arjun Saha
Quote by Arjun Saha - ভাবছো যাকে, আঁকছো যাকে, ভোরের স্বপ্নতে
সাদা কালো জীবন তোমায় সে দেবে উপহারে।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - আমার মনের ভেতর অন্য কারো বাস।
আমি চাইনা আমার সঙ্গে বাধুক কেউ ঘর।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

Arjun Saha
Quote by Arjun Saha - "দাড়িয়ে যখন নাটকের মঞ্চে জীবন
ভেঙে যেতে দেখেছি কত মানুষের মন"

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - তুমি ফিরলেই উৎসব
আমি এর বেশি চাইনি।

এই শহরে প্রতি বছর উৎসব আসে
আবার চলে যায়।
অথচ তুমি আসো না। 

এই যে আজ দুর্গা ষষ্ঠী,,
তোমাকে খুব মনে পড়ছে, কষ্ট হচ্ছে, কাছে পেতে চাইছি,
কিন্তু তুমি বুঝলে না....
ভালোবাসলে না...

তুমি ফিরে এলে....
তুমি ফিরলেই আমার বারোমাস উৎসব..........

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - তোমায় ছেড়ে চলে এসেছি আজ বহু দূরে...
অপেক্ষাকে আশকারা দিও না তোমাকে ভেঙে দেবে ভেতর থেকে।
কানামাছি খেলা দিন রাত অভিনয়। নিজেকে কি
সামলাতে পেরেছো তুমি? রেখে ছয় আর নয়!

এভাবেই কাটছে দেখো..,
যেভাবে তুমি চেয়েছিলে ঠিক সেভাবে তো নয়!
আজ তুমি হারিয়েছো অন্য কারো গল্পতে,
যেভাবে তুমি চেয়েছিলে ঠিক সেভাবে তো নয়!
ছেড়ে চলে যাওয়া, ছেড়ে চলে আসা 
আকাশ পাতাল তফাৎ... তুমি দেখো না তো,
বোঝালেও বোঝো না তো।

নিজেকে গড়েছি ভেঙেছিও শত বার..
তোমাকে চেয়ে আমি হেরে গেছি অগুন্তি বার।
ভেবেছি..অনেক ভেবেছি তোমাকে নিয়ে আর লিখবো না।
এই ভেবেই বসেছিলাম সবে সবে,,
হঠাৎ কি যেনো হয়ে গেলো!! উঠে দেখি —
তোমাকে নিয়ে 'না লেখা, লেখা টুকুই লিখেছি। 

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - বহু দিন হয়ে গেছে তোমাকে দেখিনা
কষ্ট পেয়ে লিখে গেছি শুধু কবিতা...

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - চাঁদ মামা তুমি হারিয়ে গেছো বহু দূরে
আমি খুঁজে যাই এই শুন্য শহরে
ফিরে পেতে চাই ছোটো বেলা...হায়
ফিরে পাবো না যদি ফিরে যেতে চাই।


-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - তুমি বহুদিন আগেই হারিয়ে গেছো আমার শহর থেকে
—এখন স্মৃতির স্তূপে বসে কবিতা লিখি।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - ভালোবাসার কারণেই মানুষের
জীবনে 'সুখ' আর 'দুঃখ' আসে।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - মধ্য রাতে কষ্ট ভীষণ হয় তুমি কি টের পাও?
মনে হয় আমার! একটু হলেও টেলিপ্যাথি হয়।

মধ্য রাতে গল্প অনেক ভেসে ওঠে চোখে
তোর কথা ভাবলে শুধু জল আসে চোখে।

থাকো তুমি অনেক দূরে.. মাঝে সাঁঝে যাই।
দেখা পাওয়া কঠিন তবু দেখতে যে চাই।

বহুদিন পাইনি দেখা সামনে থেকে..কেমন আছিস তুই?
সুযোগ পেলে যাবো আবার..বাড়ির সামনে দাড়িয়ে থাকিস তুই।

কথা বলা বারণ বুঝি! আমার কষ্ট ভীষণ হয়।
কি করে বোঝাই তোকে! তুই আমার সুখের গল্প বই।

এ জনমে হলো কই তোমার আমার একসাথে থাকা!?
সাত-তম জন্ম এটা। পুনর্জন্মে হবে না আর দেখা।

মৃত্যু আমার নেই। দাড়িয়ে দেখছি যন্ত্রণা।
তোমার ভালো চাই আমি তাই করছি প্রার্থনা।

রসাতলে জীবন আমার দাড়িয়ে দেখছি শেষ'টা।
কষ্ট গুলো লিখি আমি তোমরা পড় কবিতা।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - তুমি যদি না ফেরো, আমিও শহরে ফিরবো না।
ভালোবাসা কঠিন তাও তোমায় ভালোবাসবো।
তুমি পারবে না আর আঘাত দিতে আমায়,
আমি এখন পাহাড় সমান জমিয়েছি ক্ষত-র স্তূপ।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Arjun Saha
Quote by Arjun Saha - তুমি বিরক্ত হও প্রতিদিন বৃষ্টি হয় বলে।
বর্ষা কালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক
কিন্তু তুমি জানো না বর্ষা কাল বলে কিছু হয় না।
মেঘ যখন অভিমান করে
তখন এরম ভাবেই শহরতলী ভাসিয়ে দেয়।

-©অর্জুন সাহা - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes