Shankar Nath Upadhaya profile
Shankar Nath Upadhaya
731 19 0
Posts Followers Following
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
তোমার কাছে তাই তো আসা 
দুঃখ সকল দাও ভুলিয়ে 
পাই ফিরে সব তাদের যারা 
অবহেলায় যায় হারিয়ে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
রাস্তা ঘাটে জল জমেছে 
আজ যাব না ইসকুলে 
ইচ্ছে মোটেই হয় না পড়ি
বৃষ্টি বাদল সব ভুলে 
ছড়িয়ে আলো মেঘ ডাকে জোর 
সব দেখা যায় জানলা দিয়ে 
বলল পিসি বৃষ্টি এলে 
তবেই হবে ব্যাঙের বিয়ে 
দে মা ছুটি পড়ব না আজ 
রাঙিয়েছি মন মেঘের মতন 
বলিস যদি শুধায় বাপে 
পেট ব্যথা তাই ঘুমায় এখন 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
উচ্ছে পটল ঝিঙ্গে আলু 
খাচ্ছি এসব রোজ 
বৃষ্টি দিনে মারকাটারি 
দাও তো মেনুর খোঁজ 
গরম চায়ে ভিজিয়ে গলা 
ভাবতে বস এবার 
ঘন্ট না কি ছ্যাঁচড়া চাঁদু 
কোনটা প্রিয় সবার 
ভাব জমিয়ে বৃষ্টি যদি
মেঘের পিছু ছোটে 
ভরাব পেট খিচুড়ি আর
চারখানা অমলেটে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

কষ্ট টা ঠিক কোথায় জানিস 
ভুল বোঝে কেউ যখন আমায় 
বাসর যখন সাজছে ঘরে 
তাও বিরহের গান কে শোনায় 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
এই তো আছি বেশ 
যাচ্ছি ক্ষয়ে ধীরে ধীরে 
রইবে অবশেষ 
এ পথ সবার চেনা 
সময় হলে আসবে তারা 
মিটিয়ে সকল দেনা 
ভাবনা কিসের তোর 
এমন আঁধার থাকবে না 
ঠিক আবার হবে ভোর 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

বৃষ্টি যদি আর না থামে 
করবি কি তুই বল 
বলব আকাশ মন ভালো নেই 
অন্য কোথাও চল 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

এই তো সেদিন পলাশ এসে বলল কানে 
আমায় ডাকিস আগুন যদি হয় প্রয়োজন 
আসিস তোকে নিয়ে যাব সবুজ বনে 
নিভিয়ে দেব আগুন অঢেল আদর দিয়ে 

ইতি 
আমি সেই চেনা তোর অবুঝ শ্রাবণ 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
তুই ছাড়া যে হয় না সকাল বুঝিস না 
পাই না দেখা হঠাৎ করে কোথায় যাস
দূরবিনেও যায় না ধরা অতঃপর 
তাইতো আমি ভগ্ন হৃদয় কলম্বাস 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - বাড়ছে বয়েস বাড়ুক 
তবু ছোট্ট বেলা রাখিস মনে 
সুযোগ পেলেই যাস হারিয়ে 
আগুন মাখা পলাশ বনে 
জানলা দিয়ে বৃষ্টি দেখিস 
ভিজতে পারিস ইচ্ছে হলে 
কাগজ দিয়ে নৌকা বানাস 
ভাসবে জলে হেলে দুলে 
একলা যখন থাকবি ঘরে 
তুই রমাদি ছাত্রী তুই 
ইচ্ছে মোটেই আর হবে না 
দুপুর হলো একটু শুই 
আয়না দেখে সাজিস তবে 
দেখিস না চুল পাকলো কটা 
কে বলেছে হচ্ছি বুড়ো 
সবাই জানে সংখ্যা ওটা 

জন্মদিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই 
খুব খুব ভালো থাকিস  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
চাওয়ার কি আর শেষ আছে 
রোজ চাইছি কত শত 
যা দাও কেন হয় না বলো 
সবটা মনের মতো 
তাইত মনের কোনায় কোনায় 
জমাট অন্ধকার 
যা চেয়েছি না পাই যদি 
চাইব না থাক আর 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
ইচ্ছে ছিল বলব তোমায় 
জমিয়ে রাখা অনেক কথা 
ইচ্ছে ছিল আসলে তুমি 
আঁচল দিয়ে ঢাকব মাথা 
গাঁথব মালা ভেবে ছিলাম 
পরিয়ে দিতে তোমার গলায় 
একটা ছবি দিতাম এলে 
কিনেছিলাম রাসের মেলায় 
সুপ্রভাত 

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

তোমার ও কি তাই মনে হয় 
পথ ভুলেছি আসব না আর 
ভুলতে কোথায় পারলে তবে 
যতই বল নই আমি তার 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
পারবে না সব তুমিও জানো 
তবুও কেন দুঃখ মনে 
কেউ যদি সব একাই পারে 
করবে কি আর সর্বজনে 
সবাই কি আর তোমায় বোঝে 
তাই বলি থাক এসব এখন 
তাদের কথা ভাবলে না হয় 
যারা তোমার খুশির কারণ 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
রঙ পেন্সিল বেজার বদন 
করছে না কেউ নোংরা দেওয়াল 
কচিকাঁচা আঁকছে না আর 
সূর্য ওঠা মিষ্টি সকাল 
ব্যাগের বোঝা অশান্ত মন
ভেতর ভেতর ফুঁসছে তারা 
বাড়তি সময় নেই যে তাদের 
দেওয়াল জুড়ে আঁকত যারা 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
ব্যাক গিয়ারে চলছে স্মৃতি 
হচ্ছি ছোট মন্দ নয় 
ওই তো আমি নৌকা হাতে 
দাঁড়িয়ে কখন বৃষ্টি হয়
ছুটছি মাঠে বলের সাথে 
আছাড় খেয়ে ফিরছি ঘর
হইনি বড় বলছে স্মৃতি 
এই তো সময় জাপটে ধর 
সুপ্রভাত 

 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
আসব বলেও কেউ এলো না 
মন কেন তুই এমন বোকা 
এটাই নিয়ম, আমরা সবাই 
ভিড়ের মাঝে তাই তো একা 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

দিন ফুরালো রবির আলোয় 
ভাগ বসালো চাঁদ 
সাজলো আকাশ হারিয়ে গেল
দিনের প্রতিবাদ 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
বলছে সবাই নিদ্রা মলে 
প্যাকেট প্যাকেট ঘুম পাওয়া যায় 
ভাতের সাথে মেখে খেলেই 
খুলবে না  চোখ ঘুমের নেশায় 

বলছ কি সব বলহরি 
কে দেয় তোমায় তথ্য এসব 
কি দিনকাল প্যাকেটে ঘুম 
কোথায় শুনি হচ্ছে প্রসব 

শ্যাম নগরের কারখানাতে 
রাত জেগে ঘুম তৈরি হয় 
তারাই করে চাকরি শুধু 
ঘুমে যাদের ভীষণ ভয়

গবেষণায় কুম্ভকর্ণ 
ঘুম নিয়ে তার অগাধ জ্ঞান 
চাইলে প্যাকেট পেয়ে যাবেন 
ছোট বড় যেমন চান 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

খুব বুঝি তোর কপট শাসন 
ভাবলি আমি ভয় পেয়েছি 
বলত দেখি এই আমি ঠিক 
কবে থেকে তোর হয়েছি 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
খামখেয়ালি তেমনি আজও 
বদলালো না স্বভাব তোর 
যখন এলি ঝমঝমিয়ে 
তখন ছিল সদ্য ভোর 
থামল ছটায় ঘড়ির কাঁটা 
থামলি তুই ও কিছুক্ষণ 
বৃষ্টি চেয়ে আর্জি দিল 
রাইকিশোরীর অবুঝ মন
শেলী ডলি আর সোনালী 
সবাই তো চায় বৃষ্টি হোক 
উথলে উঠুক আরেকটি বার 
এই আষাঢ়ে পুরনো শোক
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
সকাল সকাল বন্ধ হাঁটা কে আর মাথায় ধরবে ছাতা 
মেঘ বলেছে বৃষ্টি নিয়ে লেখ না বরং দু চার পাতা 
ভিজছি যখন ফুটছে আবেগ বলছি না থাম অনেক হলো 
পুড়িয়েছে রোদ ইচ্ছে মতো মেঘ হলো তাই কাজল কালো 
বৃষ্টি নিয়ে আয় ছুটে তুই বামুন পাড়ায় একটু বেশি 
ওইখানেতেই কোথাও থাকে নাম দিয়েছি এলোকেশী 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

কয়েকটা দিন খুব খুঁজেছি 
পাইনি কোথাও তোমার দেখা 
তাই তো চিঠি হয়নি দেওয়া 
দেখতে চেয়ে তোমায় লেখা 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
থাকে যদি তোর কাছে দেখ 
লুকিয়ে রাখা একটা ভোর 
দিস পাঠিয়ে, আকাশ কুসুম 
দেখছি শুধু স্বপ্ন তোর 
সঙ্গে পাঠাস ভোরের আলো 
মেঘ হলেও মন্দ নয় 
শর্ত শুধু একটা যেন 
ঝমঝমিয়ে বৃষ্টি হয় 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

তুমি ছাড়া সবাই জানে সেই কথাটা 
আসছে শ্রাবণ লেখা আছে বিজ্ঞাপনে 
আমিও অপেক্ষাতে ভিজব বলে 
জানে না কেউ শুধু সেই শ্রাবণ জানে 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
বেশ ঝামেলা মানিয়ে চলার
বুঝলে কি আর এমন হতে 
কখনো মাথা ওপর গনগনে আঁচ
ইচ্ছে হলেই ভাসাও স্রোতে 

ভেবেছ খেলার পুতুল 
তাই বুঝি রোজ খেলছ খেলা 
এ জীবন আরেটি বার 
চাই যে হতে বকুল তলা 
সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
ভিক্ষেতে পেট ভরছে না মা
দিচ্ছে না কেউ পিঠে পুলি 
উপায় কিছু দে মা করে 
ঠেকায় মাথায় চরণ ধুলি 

খাস না কিছুই তবুও তোকে 
দেয় কেন মা ফল ফলারি 
আমার বেলায় যায় ফুরিয়ে 
যতই হেঁকে ভিক্ষা করি 

মাঝে মাঝে ইচ্ছে করে 
আমিও পায়েস মিষ্টি খাই 
তুই যদি না উপায় করিস 
বল মা তবে কোথায় পাই 

এবার যা যা চাইব আমি 
সব যেন পাই হাতের কাছে 
ভক্তকে তোর বলিস ও মা 
এই ভিখারীর GPay আছে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

কেষ্ট না কি ফর্সা ছিল 
রাধাই ছিল কালো 
মন্দিরেতে ঝগড়া তুমুল 
গিন্নি শুনে এলো 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
কার কতোটা নীলচে আকাশ 
কম বেশি কার ভাগে 
শ্রাবণ যদি ভীষণ ভালো 
আষাঢ় কেন আগে 
কদিন মনে তুলল তুফান 
পলাশ সারিসারি 
সেই রঙেতেই সাজলো আকাশ 
ভুলল নীলাম্বরী 
এখন যখন রোদের আকাল 
বর্ষা ঘনঘোর 
দে বলে তুই নীলচে আকাশ 
কে আদরের তোর 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
এই কদিনে সব বলেছে 
মুখ কালো মেঘ, বৃষ্টি ফোঁটা 
আকাশ মোটেই চায় না থাকি 
তাই তো মাটির দিকে ছোটা 
সাধ করে কি আমরা ভাসায় 
ভুল ধারণা ভাবছ যেটা 
দিব্যি  ভালো থাকতে পারি 
পাই যদি শিব শিবের জটা 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

চিরকুটে সব লেখা আছে 
এক এক করে দেখিস খুলে 
কেমন করে তোর কাছে সই
ছিলাম আমি সব ভুলে 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
আর্জি দিলাম রবির কাছে 
এক ফোঁটা রোদ চেয়ে 
তোমায় নিয়ে থাকব কদিন 
বৃষ্টি বিদায় দিয়ে 
তা হবে না কত্তামশায় 
বললে রবি শুনে 
বৈশাখে খুব গাল দিয়েছ
সবটা আছে মনে 
তাই বলেছি আষাঢ় ওদের 
দিস ভাসিয়ে ঘর 
শ্রাবণ কেও বলিস যেন 
ভাসায় অতঃপর 
সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

এখন যদি যাস ফিরে তুই 
বলবে কি বল লোকে 
এই বরষায় চায় না যে কেউ 
ডুবতে গভীর শোকে 
পেরিয়ে শ্রাবণ তুই যদি যাস 
সঙ্গী হবো আমি 
তোর মতো ঠিক আমিও হবো 
সেদিন অসংযমী 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
মিটল পিয়াস মিটিয়ে ক্ষত 
বৃষ্টি এখন অসংযমী 
ভিজছে মাটি চুনোপুঁটি 
ভিজছে রাখাল আর ঘরামি 
করলে বারণ শুনছে কে বা
থাকবে কদিন বলছে খবর 
আকাশ ফুটো হলোই যখন 
রঙিন ছাতায় সাজবে শহর 
সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
যদি সে হঠাৎ এসে ভিজিয়ে দিয়ে 
যায় হারিয়ে মেঘের ফাঁকে 
তুমি কি বৃষ্টি বলেই ডাকবে তাকে!
বলেদিও আসতে আবার অঝোর ধারায় 
শুকনো এ মন ভিজিয়ে নেব 
জানি সে দেবেই সাড়া তোমার ডাকে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
হিসেব করে কয়েক ফোঁটা 
চাতক মাটির প্রাণ জুড়াল 
তার পরে ফের মুষলধারে 
রাস্তা বাড়ি সব ভেজাল 
বাড়তি ছাতা একটা এবার 
রাখতে হবে সঙ্গে করে 
সবাই ফেরে কাজের শেষে 
ওই থেকে যায় লোকের ঘরে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

আষাঢ় মানেই বৃষ্টি ঝেঁপে 
আহ্লাদে আটখানা 
নীল আকাশে চলবে শুধু 
মেঘের আনাগোনা 
তা নয় এখন কাঠফাটা রোদ 
উল্টো পুরান একি 
শীতের মতোই বৃষ্টি বুঝি 
এবার দিবে ফাঁকি 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
হাম্বা ডাকে লম্বা হয়ে নিলাম চাদর টেনে 
গরম চায়ের লম্বা ধোঁয়া নেয় না কথা কানে 
লাগলে হাওয়া জুড়িয়ে যাওয়া বিদঘুটে তার স্বভাব 
তারও নাকি রক্তে আছে ধৈর্য্য ধরার অভাব 
হিংসুটে সব কটকটে রোদ আর মোরগের ডাক 
দেয় না শুতে মোটেই তারা বলছে জেগে থাক 
দু চোখ ডলে ঘুম তাড়িয়ে বস দেখি তুই বাছা 
ফের যদি তুই ঘুমাস টেনে খুলব ঘুমের কাছা 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - আমার বাবা 

তোমার কথাই পড়ছে মনে 
লিখব তেমন শব্দ কোথায় 
পড়লে মনে সে সব কথা 
এক এক করে শব্দ হারায়

কপট রাগে শাসন করা 
একটু যখন ছোট্ট ছিলাম 
মাথায় মাথায় যখন সমান 
তখন দুজন বন্ধু হলাম 

পাকিয়েছি জট যখন যেমন 
হয় খুলেছ নয় কেটেছ 
বারে বারেই দাও বুঝিয়ে 
একলা তো নয় তুমিও আছ 

পাহাড়টা ঠিক একই আছে 
রোদ পড়লে মিষ্টি হাসে 
আমার বাবা ঠিক তেমনই 
আগের মতোই ভালোবাসে 

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
তোমার কথাই পড়ছে মনে 
লিখব তেমন শব্দ কোথায় 
পড়লে মনে সে সব কথা 
এক এক করে শব্দ হারায়

কপট রাগে শাসন করা 
একটু যখন ছোট্ট ছিলাম 
মাথায় মাথায় যখন সমান 
তখন দুজন বন্ধু হলাম 

পাকিয়েছি জট যখন যেমন 
হয় খুলেছ নয় কেটেছ 
বারে বারেই দাও বুঝিয়ে 
একলা তো নয় তুমিও আছ 

পাহাড়টা ঠিক একই আছে 
রোদ পড়লে মিষ্টি হাসে 
আমার বাবা ঠিক তেমনই 
আগের মতোই ভালোবাসে 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
ক্ষয় ক্ষতি আর ওলটপালট 
হচ্ছে হবে নেই তো বারণ
কেউ নিয়তি বলবে কেউ 
খুঁজবে কি তার সঠিক কারণ 
অঙ্ক জানা ভুল তবু হয় 
প্রশ্ন সেটা কেমন করে 
ভুলের মাশুল দিতে গিয়ে 
হয় না ফেরা নিজের ঘরে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
ভুলব তা কি হয় 
হোক না ভাঙ্গন খর স্রোতে 
হয় যদি হোক ক্ষয় 
ওই আঁচড় টুকুই আমার 
যেন অন্য কারোর নয় 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - শ্রদ্ধাঞ্জলি 

ফিরবে না আর যারা 
আর দেবে না সাড়া 
তাদের আপন কষ্ট যাপন 
এবার তাদের ছাড়া 
চোখ ভিজে যায় জলে 
রুদ্ধ শোকে গলা 
শুনবে না কেউ আর কোন দিন 
তাদের কথা বলা 
ভালো থেকো তোমরা 
সবাই ওই তারাদের দেশে 
কেমন বাঁচি এ শোক নিয়ে 
পারলে দেখো এসে  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
দুঃখের ও এক নিয়ম আছে 
তার কাছে সে নিজেই আসে 
আর কিছু যে চায় না শুধু 
থাকতে সুখি ভালোবাসে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
উপায় খোঁজ কেমন করে 
পরাণ শীতল  হয় 
রোজ সকালে সূর্য এসে 
দেখায় শুধু ভয় 
ফুটছে মেজাজ জলের মতো 
চলছে কথার ছ্যাঁকা 
নিখোঁজ হাওয়া বৃষ্টি বাদল
গ্রীষ্ম মাঠে একা 
ক্যালেন্ডারের উল্টে পাতা 
কাল করেছি ডিসেম্বর 
টের পেয়ে আজ ভানু বাবু 
পুড়িয়ে দিলেন সুখের ঘর
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
বিপজ্জনক দুপুর গুলো
বিকেল হলেই ফুরফুরে 
ভুলের মাশুল বাকির খাতায় 
কাল হবে আজ চল ঘরে 
চায়ের ধোঁয়া চানাচুরের 
ভুলব কথা তাই কি হয় 
প্রতিদিনই তাদের নিয়ে 
হেলায় করি বিশ্ব জয় 
আবাসনের তন্বী সকাল 
জগিং নিয়ে ব্যস্ত যখন 
ব্যালকনিতে দাঁড়িয়ে আমি 
খুঁজছি খবর মনের মতন
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
হাই প্রোফাইল অল্প বাজেট
হচ্ছে বদল যখন তখন 
সকাল বেলায় গরম হলে 
সন্ধ্যা এলেই বৃষ্টি প্লাবন 
দিনের বেলায় মাথার ছাতার 
উঠছে রোদে নাভিশ্বাস 
সন্ধ্যে হলেই বৃষ্টি কেমন 
করছে আদর অবিশ্বাস 
দিল মাঙ্গে মোর বৃষ্টি 
তুমি পেপসি ঢেলে দিচ্ছ গ্লাসে 
বেজায় গরম চোখ রাখি তাই 
রিমোট হাতে পূর্বাভাসে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 

পাঁচজনে ঠিক পাঁচ রকমের 
এক জনেরই সবাই শোনে 
চার জনে তার ভক্ত ভীষণ 
অল্প হলেও সেও তা জানে 
সিঁড়ির মতো সে ঠিক, বাকি 
চার জনে তার জানলা খোলা 
আজও তারা বন্ধু ভালো 
একটা চাবির চারটা তালা 

ভালো থেকো সব্বাই 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

তাই তো আসি অন্ধকারে 
না যেন পায় দেখতে আমায় 
সে রাখে খোঁজ কখন আসি 
দেখবে বলে খানিক দাঁড়ায় 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
দূরত্বটা বাড়ল যখন 
মেনে নিলাম সব কিছু 
মানিয়ে নিলাম আমায় আমি 
আর হাঁটিনি তার  পিছু 
দেখতে পেলাম বালির বুকে 
খুব চেনা দুই পায়ের ছাপ 
উঠল তুফান আবার মনে 
উষ্ণ আজও স্মৃতির তাপ 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

দলছুট এক মেঘের কথা 
বলছি শোন মন দিয়ে 
তার অভিমান ভাঙ্গিয়ে ছিল 
এইত সেদিন চাঁদ গিয়ে 
এখন তারা বন্ধু দুজন 
খামখেয়ালি নয় 
মেঘ ঢেকে দেয় চাঁদকে এসে 
বৃষ্টি যখন হয় 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes